বিভিন্ন সোসাইটি, কল্যাণ সমিতি, বাড়ি-ফ্ল্যাট মালিক সমিতির অধীনে নিরাপত্তাকর্মীর কাজ করা ৮০০ জনকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান-২ নম্বরে ঢাকা উত্তর সিটির নগরভবনের সভাকক্ষে আতিকুল ইসলাম এ উপহার তুলে দেন। এ সময় নিরাপত্তাকর্মীদের প্রতিনিধি হিসেবে গুলশান ও বনানী সোসাইটির ২০ জনের হাতে উপহার দেওয়া হয়। বাকি নিরাপত্তাকর্মীদের উপহার সোসাইটি ও সমিতির প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ সময় মেয়র আতিকুল ইসলাম এডিস মশা নিয়ন্ত্রণ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সোসাইটি ও কল্যাণ সমিতির নেতাদের সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, ‘পাড়া-মহল্লার বিভিন্ন সোসাইটির কমিটিতে যাঁরা আছেন, আপনারা কাউন্সিলরদের পাশাপাশি নগরবাসীকে সেবা দিচ্ছেন। এসব কাজের পাশাপাশি সিটি করপোরেশনকেও সহায়তায় এগিয়ে এলে নগরবাসীর জন্য কাজ করতে সিটি করপোরেশনের অনেক সুবিধা হবে।’
মেয়র বলেন, এডিস মশা নিধনে জনসচেতনতা আরও বেশি বাড়ানো দরকার। তাই ঈদের পর প্রতিটি এলাকায় সচেতনতামূলক শোভাযাত্রা করা হবে। কেউ যাতে যেখানে-সেখানে ময়লা না ফেলেন, তার দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার সমিতিকে নিতে হবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় থাকা প্রায় অর্ধশত সোসাইটি ও সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।