রাজধানীর ডেমরায় আজ বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হিউম্যান হলার-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলেছে, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা লেগুনের যাত্রী ছিলেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল সোয়া ৯ টার দিকে ডেমরার পাইটি এলাকায় গুলিস্তান থেকে ছেড়ে আস একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার দুই নারীসহ মোট ছয় যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় দুই নারীসহ তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আহত শামীম আহমেদ ও মইনুদ্দিন সহ তিনজনের অবস্থা গুরুতর। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।