রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া আজ বিকেলে প্রথম আলোকে বলেন, নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কে বা কারা পরপর চারটি ককটেল ছুড়ে মেরেছে। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরে যুক্ত থাকা দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কেন ককটেল ফোটানো হয়েছে, তা বুঝতে পারছি না। কারা এই কাজ করেছে, তা খবর নেওয়ার চেষ্টা চলছে।’