আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ বুধবার তিন ঘণ্টা সড়ক অবরোধ করার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
এরপর আগামী শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে তাঁরা আজকের কর্মসূচি শেষ করেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক আবদুর রহমান বেলা পৌনে তিনটার দিকে কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমরা সাত কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ক্যাম্পাসে ক্যাম্পাসে গণসংযোগ করব। শুক্রবার কোনো কর্মসূচি নেই। শনিবার পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসার জন্য অপেক্ষা করে সেদিন বিকেলে ঢাকা কলেজের মূল ফটকের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ থেকে বের হয়ে কয়েক শ শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর সেখান থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে যান তাঁরা।
পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এর ফলে নিউমার্কেট এলাকার সড়কগুলোয় যানজট দেখা দেয়।
এ সময় শিক্ষার্থীরা ‘অধিভুক্ত বাতিল করো, সাত কলেজ স্বাধীন করো’, ‘দফা এক দাবি এক, অ্যাফিলিয়েটেড নট কাম ব্যাক’, ‘আর নয় সংস্কার, এবার চাই অধিকার’, ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘টু জিরো টু ফোর, অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘ঢাবির প্রহসন, মানি না মানবো না’—বিভিন্ন স্লোগান দেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী সুলাইমান সিকদার বলেন, ‘স্বতন্ত্র সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি বাস্তবায়নে আজ আবার অবস্থান কর্মসূচি পালন করছি।’
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকা কলেজের সামনে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের দাবির মধ্য রয়েছে—সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুততম সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।
ওই সংস্কার কমিটিকে অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা তৈরি করতে হবে।
সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে, যাতে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার পরিবেশ তৈরি না হয়।