রাজধানীর জুরাইন থেকে ককটেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, র্যাব–৩–এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর জুরাইন রেলগেট–সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আবুল কাশেম (৩৫), ফজলে রাব্বী (২৭) ও আলমগীর হোসেনের (৩০) কাছ থেকে ৩০টি ককটেল ও ২৮টি পেট্রলবোমা জব্দ করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে আয়নাল নামের একজন তাঁদের ককটেল বোমা প্রস্তুত করার জন্য নির্দেশ দেন।