ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি বন্ধের দাবিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত মানববন্ধনের আগে মাইক ও ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আসক এক বিবৃতিতে বলেছে, আজ সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি বন্ধের দাবিতে ওই মানববন্ধন আয়োজন করেন আইনজীবী ও মানবাধিকারকর্মীরা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইনগত সহায়তা কমিটির সাবেক সভাপতি এবং মানবাধিকারকর্মী জেড আই খান পান্নার আহ্বানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শুরুর আগেই তাঁদের মাইক ও ব্যানার কেড়ে নেওয়া হয়। পরে ব্যানার ফেরত দেওয়া হলেও মাইক ফেরত দেওয়া হয়নি। মাইক ছাড়াই তাঁরা মানববন্ধনে বক্তব্য দেন।
এভাবে মাইক ও ব্যানার কেড়ে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া সভা–সমাবেশ এবং মতপ্রকাশের অধিকারসংক্রান্ত সাংবিধানিক মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করে আসক। সংগঠনটি বলছে, এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধেরও পরিপন্থী।