ক্যানসার–বিশেষজ্ঞ ও ইউরোলজিস্টদের নিয়ে ঢাকায় একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সিএমই অন প্রোস্টেট ক্যানসার’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস।
সেমিনারে ক্যানসার–বিশেষজ্ঞ ও ইউরোলজি–বিশেষজ্ঞ মিলিয়ে প্রায় ৯০ জন অংশগ্রহণ করেন। সেমিনারের শুরুতেই অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের মেডিকেল অ্যাফেয়ার্স বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ মুরাদ হোসেন।
সেমিনারের প্রথম বক্তা হিসেবে ল্যাবএইড স্পেশালাইজড এবং ল্যাবএইড ক্যানসার হাসপাতালের চিফ কনসালট্যান্ট, বিশিষ্ট ইউরোলজিস্ট ও ইউরো-অনকোলজিস্ট অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির প্রোস্টেট ক্যানসারের ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো নিয়ে গভীর আলোকপাত করেন। তিনি রোগনির্ণয়ে বিলম্ব, উন্নত চিকিৎসাপদ্ধতির সীমাবদ্ধতা এবং রোগীদের মধ্যে সচেতনতার অভাবের মতো বিষয়গুলো তুলে ধরেন। চিকিৎসকদের জন্য রোগীদের সঙ্গে সমন্বিত যোগাযোগ এবং রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সেমিনারে দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. অরুণাংশু দাস। তিনি প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় সাম্প্রতিক অগ্রগতি এবং আধুনিক পদ্ধতির নতুন ধারা নিয়ে প্রাঞ্জল উপস্থাপনা করেন। ডা. অরুণাংশু তাঁর বক্তব্যে প্রোস্টেট ক্যানসারের থেরাপিগুলো নিয়ে বিশদ আলোচনা ও এর সঠিক প্রয়োগ, পাশাপাশি পৃথিবীজুড়ে বিভিন্ন ট্রায়ালগুলো নিয়ে ব্যাখ্যাসহ সার্বিক গুরুত্ব তুলে ধরেন। উন্নত প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে রোগীদের জীবনের মান উন্নত করার সম্ভাবনা কতটা ব্যাপক, তা নিয়েও তিনি আলোচনা করেন।
অতিথিদের বক্তব্য শেষে প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী অনকোলজিস্ট ও ইউরোলজিস্টরা প্রোস্টেট ক্যানসার চিকিৎসায় তাঁদের নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে তাঁরা রোগনির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং জটিল ক্ষেত্রে ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
প্যানেল আলোচনার পর অনুষ্ঠানের চেয়ারপারসন, ইউরোলজি ও ট্রান্সপ্ল্যান্টেশন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিইও এবং প্রখ্যাত ইউরো-অনকোলজিস্ট অধ্যাপক ডা. এম এ সালাম প্রোস্টেট ক্যানসার চিকিৎসায় ইউরোলজিস্টদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি ইউরোলজিস্ট ও ক্যানসার–বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে রোগনির্ণয় ও চিকিৎসা কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর জোর দেন।
অনুষ্ঠানের অপর চেয়ারপারসন বাংলাদেশ ক্যানসার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের পরিচালক এবং স্বনামধন্য প্রবীণ ক্যানসার–বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ হাই, প্রোস্টেট ক্যানসার চিকিৎসায় মাল্টি-ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। রোগীর সার্বিক স্বাস্থ্যের উন্নয়নে প্রতিটি বিভাগকে একযোগে কাজ করতে হবে। তাঁর বক্তব্যে মাল্টি-ডিসিপ্লিনারি টিমের ভূমিকা, উন্নত চিকিৎসাপদ্ধতি ও রোগীর মানসিক সহায়তার গুরুত্ব উঠে আসে।
দেশে প্রোস্টেট ক্যানসার নিয়ে জ্ঞানচর্চা এবং ক্যানসারের বিশ্বমানের ওষুধ নিয়ে এ অনুষ্ঠানের সঙ্গে থাকতে পেরে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এসকেএফ ফার্মাসিউটিক্যালসের অ্যাডিশনাল ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) বিনয় দাস।