শুক্রবার রাত আড়াইটার একটু আগে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস
শুক্রবার রাত আড়াইটার একটু আগে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস

তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ১৩টি ইউনিটের চেষ্টায় শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন পৌনে চারটার দিকে প্রথম আলোকে বলেন, রাত আড়াইটার একটু আগে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর পান তাঁরা। এরপর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরশাদ হোসেন আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নির্বাপণে এখনো সব কটি ইউনিট কাজ করছে। কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

আগুনের এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর তাঁরা পাননি বলেও জানান এরশাদ হোসেন।