কৃষি মার্কেটে আগুন

সাহায্যের কথা বলে কাপড় লুটের অভিযোগ এক ব্যবসায়ীর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিজের দোকানের সামনে ব্যবসায়ী মাহবুবুর রহমান
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

আগুন লাগার খবর পেয়ে ভোর চারটার দিকে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আসেন ব্যবসায়ী মাহবুবুর রহমান। এই মার্কেটে তাঁর কাপড়ের দোকান (গ-৩১ নম্বর) আছে। দোকানের নাম ‘বিসমিল্লাহ ক্লথ স্টোর’।

মোহাম্মদপুরের আজিজ মহল্লার বাসা থেকে মাহবুবুর যখন মার্কেটে আসেন, তখনো তাঁর দোকানে আগুন ছড়ায়নি। কিন্তু ধোঁয়ায় তাঁর দোকানসহ আশপাশের জায়গা আচ্ছন্ন হয়ে পড়েছিল।

মাহবুবুর প্রথম আলোকে বলেন, ‘আমি তাড়াহুড়ো করে আমার দোকান খুলি। দোকান থেকে কাপড় সরানোর চেষ্টা করি। তখন কয়েকজন লোক আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। দোকান থেকে কাপড় বের করে কোথায় রাখতে হবে, তা তাঁরা আমার কাছে জানতে চান। আমি মার্কেটের উল্টো পাশের পরিচিত সবুজ টেইলার্সে রাখতে বলি। তাঁরা এক গাট্টি কাপড় নিয়ে যান। পরে আমি নিজে এক গাট্টি কাপড় নিয়ে সবুজ টেইলার্সে যাই। সেখানে গিয়ে দেখি তাঁরা নেই। আমার কাপড়ও নেই।’

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ী মাহবুবুরের অভিযোগ, অগ্নিকাণ্ডের সুযোগে তাঁর দোকানের কাপড় লুট করা হয়েছে।

মাহবুবুর প্রথম আলোকে বলেন, ‘সাহায্যের কথা বলে যে ওরা আমার দোকানের কাপড় লুট করবে, তা আমি ভাবতেই পারিনি। মানুষের বিপদে কেউ যে এমন অপকর্ম করতে পারে, তা আমার চিন্তার বাইরে ছিল।’

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর মার্কেটটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ দল যোগ দেয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই আগুনে মার্কেটের দুই শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুবুরের ভাষ্য, মার্কেটে আগুন লাগার খবর তিনি পেয়েছিলেন চাঁদপুরে থাকা তাঁর বোনের স্বামীর কাছ থেকে। পরে তিনি দ্রুত মার্কেটে আসেন। নিজের দোকানের কাছে গিয়ে দেখেন, ধোঁয়া আর ধোঁয়া। দোকান খুলে প্রথমেই ক্যাশবাক্সে থাকা সাত হাজার টাকা সরান তিনি। পরে কাপড় সরানোর চেষ্টা শুরু করেন।

মাহবুবুরের দাবি, তাঁর দোকানে ৩০ থেকে ৪০ লাখ টাকার কাপড় ছিল। এক গাট্টি কাপড় লুট হয়ে গেছে। আর নিজের সরানো এক গাট্টি কাপড়, কিছু বিছানা চাদরসহ অন্য সামান্য মালামাল তিনি রক্ষা করতে পেরেছেন।

মাহবুবুর বলেন, এক গাট্টি কাপড় সরানোর পর ঘন ধোঁয়ার কারণে তিনি আর তাঁর দোকানের কাছে যেতে পারেননি। পরে তাঁর দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন নেভানোর পর নিজের দোকানে সামনে যান মাহবুবুর। সেখানে গিয়ে সামান্য পোড়া, অর্ধপোড়া কাপড়গুলো নেড়েচেড়ে দেখছিলেন তিনি। মাহবুবুর বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় তাঁর বড় ক্ষতি হয়ে গেল।