রাজধানীর ডেমরার সুলতানা কামাল সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য আরিফ হোসেনের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
নিহত আরিফের বড় ভাই শরিফ হোসেন বলেন, আরিফ বেসরকারি প্রতিষ্ঠান সিঙ্গারে কাজ করতেন। দুই দিন আগে তিনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজ দুপুরে বনশ্রীর বাসায় ফেরার পথে ডেমরায় লেগুনা ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এতে তিনি মারা যান। তাঁর সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে করে আরিফ বনশ্রী ফিরছিলেন। পথে ডেমরার হানিফ উড়ালসেতুর কাছে একটি লেগুনা তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।