এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেনের ধাক্কায় রাজধানীতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তেজগাঁও রেলস্টেশন, ৭ ডিসেম্বর
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেনের ধাক্কায় রাজধানীতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তেজগাঁও রেলস্টেশন, ৭ ডিসেম্বর

তেজগাঁওয়ে ক্রেনের ধাক্কায় ট্রেন লাইনচ্যুত

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় তিন থেকে চারজন সামান্য আহত হয়েছেন বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনে ধাক্কা দেওয়া ক্রেনটি উল্টে রয়েছে, অন্য ক্রেন এনে সেটি উদ্ধারের চেষ্টা চলছে। তেজগাঁও রেলস্টেশন, ৭ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে ঢাকা বিভাগের কর্মকর্তা সাইদুল কবির প্রথম আলোকে বলেন, তেজগাঁওয়ে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ায় তাৎক্ষণিকভাবে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়া বন্ধ রয়েছে। রেললাইন থেকে বগি সরানোর পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেছে।