প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর বংশালে ভবনের ছাদ থেকে পড়ে আট বছর বয়সী এক শিশু মারা গেছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

শিশুটির নাম উরাইসিদ ইসলাম আয়ান চৌধুরী। শিশুটি দ্বিতীয় শ্রেণিতে পড়ত। শিশুটির চাচা আজহার চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ শনিবার বেলা দেড়টার দিকে বংশালের আলুবাজার এলাকায় বাসার ছয়তলা থেকে অসাবধানতাবশত পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাদ থেকে পড়ে গিয়ে মারা যাওয়া শিশুটির বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।