গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষের ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নায়েক মো. আবদুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার ভারতে পাঠানো হয়েছে। আহত হওয়ার পর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
আবদুর রাজ্জাক ডিএমপির প্ররক্ষা বিভাগে কর্মরত ছিলেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার খ মহিদ উদ্দিন (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আজ রাতে প্রথম আলোকে বলেন, আবদুর রাজ্জাককে আজ বেলা আড়াইটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা হবে।
ডিএমপির সূত্র জানায়, বিএনপি ও তার সহযোগী সংগঠনের ডাকা সমাবেশ চলাকালে কাকরাইলের ইউবিএল ক্রসিং, পল্টন এলাকায় দলটির উচ্ছৃঙ্খল কর্মীদের হামলায় দায়িত্ব পালনরত অবস্থায় গুরুতর আহত হন নায়েক আবদুর রাজ্জাক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত হয়। দিল্লির অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক রাজ্জাকের চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীর অবস্থা বিবেচনা করে তাঁকে দ্রুত ভারতে পাঠানোর পরামর্শ দেন।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য আমিরুল ইসলাম নিহত হন। আহত হন পুলিশ ও আনসারের অর্ধশতাধিক সদস্য এবং ২০ জন সাংবাদিক। বিএনপির দাবি, সংঘর্ষে তাদের হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন।
এই সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, বাস, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলা হয় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। এ ছাড়া কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড় ও শান্তিনগর এলাকার সাতটি পুলিশ বক্স পোড়ানো হয়। কমলাপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।