ঢাকার শনির আখড়ায় বাসে আগুন

রাজধানীর শনির আখড়ায় আগুন দিয়ে মৌমিতা পরিবহনের বাসটি পুড়িয়ে দেওয়া হয়েছে
 ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর চতুর্থ দফা অবরোধের শেষ দিনে আজ সোমবার রাজধানীর শনির আখড়ায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শনির আখড়া চৌরাস্তায় মৌমিতা পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখা থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়েছে।

এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে আজ ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় ৭৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটল।