আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। আগারগাঁও, ঢাকা, ২ অক্টোবর
আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। আগারগাঁও, ঢাকা, ২ অক্টোবর

মুক্তিযুদ্ধ জাদুঘরে সম্প্রীতির বার্তা নিয়ে অহিংসা দিবস পালন

শান্তির সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গত কয়েক মাসে বিভিন্ন সহিংসতায় দেশজুড়ে নিহত সবার প্রতি এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের বাণী ইংরেজি ও বাংলা ভাষায় পাঠ করা হয়। এই বাণীতে উল্লেখ করা হয়েছে, ‘গান্ধী বিশ্বাস করতেন, মানবতার সবচেয়ে বড় শক্তি অহিংসা—যেকোনো অস্ত্রের চেয়ে এর ক্ষমতা বেশি। আসুন আমরা সবাই একসঙ্গে এমন প্রতিষ্ঠান গড়ে তুলি, যা এই মহৎ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

জাতিসংঘ মহাসচিবের বাণীর পর একে একে পাঠ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ্ন’, জীবনানন্দ দাশের ‘সূচেতনা’ এবং ফিলিস্তিনি কবি কামাল নাসেরের লেখা ‘শেষ কবিতা’ (অনূদিত)।

এরপর বধ্যভূমির সন্তানদল উপস্থাপন করে সাংস্কৃতিক পরিবেশনা। ‘সম্প্রীতির বাংলা আমার’ শিরোনামে এই পরিবেশনায় অংশ নিয়েছেন ১৯ জন। আলেখ্য অনুষ্ঠান শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’ সংগীত দিয়ে। এরপর উঠে আসে সম্প্রীতি ও দেশপ্রেমের গান।

২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদ্‌যাপিত হয়ে আসছে। মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর। অহিংসা আন্দোলনের প্রবক্তা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনটিকে বেছে নেওয়া হয় অহিংসা দিবস হিসেবে।