সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান (ডান থেকে দ্বিতীয়) প্রদর্শনীর উদ্বোধন শেষে চিত্রকর্ম দেখছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন (বাঁ থেকে) শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী গৌতম চক্রবর্তী ও শিল্পী হাশেম খান। গ্যালারি কায়া, উত্তরা, ঢাকা, ৪ অক্টোবর
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান (ডান থেকে দ্বিতীয়) প্রদর্শনীর উদ্বোধন শেষে চিত্রকর্ম দেখছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন (বাঁ থেকে) শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী গৌতম চক্রবর্তী ও শিল্পী হাশেম খান। গ্যালারি কায়া, উত্তরা, ঢাকা, ৪ অক্টোবর

গ্যালারি কায়ায় নান্দনিক শিল্পকর্মের সমাহার

দেশের শিল্প আন্দোলনের পুরোধাদের অন্যতম সফিউদ্দিন আহমদসহ স্বনামখ্যাত শিল্পীদের কাজ নিয়ে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হলো রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায়। আজ শুক্রবার সন্ধ্যায় ‘অ্যাবস্ট্রাকশন’ শিরোনামে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে তৈলচিত্র, অ্যাক্রিলিক, ছাপচিত্র, ড্রয়িং, জলরং ও মিশ্রমাধ্যমের চিত্রকলা ও ধাতব ভাস্কর্য রয়েছে। অধিকাংশ কাজই বিমূর্ত বা আধা বিমূর্ত রীতির। ২৬ জন শিল্পীর ৫৪টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে বক্তব্য দেন হাশেম খান ও হামিদুজ্জামান খান। সঞ্চালনা করেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী।

গ্যালারি কায়া এবার ২১ বছরে যাত্রা করেছে। শিল্পচর্চায় সহায়কের ভূমিকা রাখতে চেষ্টা করেছে বিগত সময়। এর মধ্যে ১৪৮টি একক ও যৌথ প্রদর্শনী, দেশ-বিদেশে ৮টি আর্ট ক্যাম্প, ৩৬টি আর্ট ক্যাম্প ও ৭টি কর্মশালার আয়োজন করেছে। এবারের যৌথ প্রদর্শনীতে সফিউদ্দিন আহমদের ড্রয়িং, মোহাম্মদ কিবরিয়ার ইন্টাগ্লিওতে করা ছাপচিত্র, আমিনুল ইসলামের প্যাস্টেলে আঁকা ঘোড়া, মুর্তজা বশিরের অ্যাকুয়াটিন্টে করা কয়েকটি ছাপচিত্র, দেবদাস চক্রবর্তীর তৈলচিত্র, সৈয়দ জাহাঙ্গীর, কাজী আবদুল বাসেত, নিতুন কুন্ডুর বিমূর্ত রীতির অ্যাক্রিলিক ও তৈলচিত্রের কাজ আছে। আবু তাহের এঁকেছেন বন্যাদুর্গতদের ছবি, সমরজিৎ রায়চৌধুরী অ্যাক্রিলিকে এঁকেছেন ফুল, পাখি ও সম্প্রীতির চিত্রমালা। সবুজের সংগীত শীর্ষক একটি বিমূর্ত কম্পোজিশন আছে হাশেম খানের। মাহমুদুল হক ও কালিদাস কর্মকারের কাজও বিমূর্ত ধাঁচের। এ ছাড়া হামিদুজ্জামান খান ও আইভি জামানের ধাতব ভাস্কর্য। আরও আছে সৈয়দ আবুল বার্‌ক্‌  আলভী, মোহাম্মদ ইউনুস, রেজাউন নবী, রফি হক প্রমুখের চিত্রকর্ম।

প্রদর্শনী চলবে ২৬ অক্টোবর অবদি। প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে।

চিত্রমেলা শেষ হচ্ছে শনিবার

ছবি আঁকা শেখার প্রতিষ্ঠান জলেরধারা ফাইন আর্টসের চতুর্দশ বর্ষপূর্তি উপলক্ষে দেশের প্রবীণ নবীন প্রজন্মের ৯০ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম নিয়ে আয়োজিত যৌথ প্রদর্শনী ‘চিত্রমেলা’ শেষ হচ্ছে আগামীকাল শনিবার। রাজধানীর লালমাটিয়ার ব্লক-সি, ২/৬–এর গ্যালারি ইলিউশনস-এ প্রদর্শনী শুরু হয়েছিল গত ৪ অক্টোবর। কাল ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।

বিশিষ্ট শিল্পী বীরেন সোমের পরিচালনা ও তরুণ শিল্পী সোহাগ পারভেজের তত্ত্বাবধানে জলেরধারা ফাইন আর্টসের কার্যক্রম শুরু হয়েছিল ২০১০ সালে। জলেরধারা নিয়মিতভাবে চারুকলায় ডিপ্লোমা কোর্স পরিচালনাসহ প্রদর্শনী, আর্ট ক্যাম্প ও কর্মশালার আয়োজন করে থাকে।