পুরান ঢাকার কোতোয়ালি ও সূত্রাপুরে পুলিশের বিশেষ তল্লাশিচৌকিতে ৩১ হাজার নেশাজাতীয় ট্যাবলেট, ১ হাজার ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ এলাকা ও সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন চন্দ্র দত্ত (৪৫), শাহ পরান (২১) ও নাসিবুর রহমান (৪৬)।
আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে লালবাগ বিভাগের উপকমিশনার মো. জসিম উদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, গতকাল রাতে বাবুবাজার ব্রিজ–সংলগ্ন রাস্তার ওপর কোতোয়ালি থানা-পুলিশের বিশেষ তল্লাশিচৌকির কার্যক্রম চলছিল। রাত সাড়ে ১০টার দিকে সেখানে একটি প্রাইভেট কার তল্লাশির সময় দুটি কার্টন পাওয়া যায়। সেগুলোতে ৩১ হাজার নেশাজাতীয় ট্যাবলেট ছিল, যার আনুমানিক মূল্য সাড়ে ১৫ লাখ টাকা। এ সময় প্রাইভেট কারের চালক শাহ পরান ও প্রাইভেট কারে থাকা সুমন চন্দ্র দত্তকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় প্রাইভেট কারটি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।
অন্যদিকে সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে পুলিশের বিশেষ তল্লাশিচৌকি চলাকালে গতকাল রাত পৌনে ১২টার দিকে সন্দেহভাজন নাসিবুর রহমানের কাঁধে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় এতে ১ হাজার ৪টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় নাসিবুর রহমানকে গ্রেপ্তার করে সূত্রাপুর থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসিবুর পুলিশ কর্মকর্তাদের বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে তা সূত্রাপুর এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।