নজরুলকে জাতীয় কবি ঘোষণায় গেজেট প্রকাশের নির্দেশ কেন নয়: হাইকোর্ট

কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবি ঘোষণায় গেজেট প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

সংস্কৃতিবিষয়ক সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ২২ জুন কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে মো. আসাদ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী ওই রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান। পরে অন্যতম রিট আবেদনকারী আইনজীবী মো. আসাদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দেশের আপামর জনগণ, এমনকি ছোট শিশুটিও জানে, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

তবে বাস্তবে এর কোনো দালিলিক ভিত্তি নেই। মৌখিকভাবে তিনি জাতীয় কবি হিসেবে পরিচিত হলেও লিখিতভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। যে কারণে রিটটি করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট ওই রুল দিয়েছেন।’