রাজধানীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাড়ির নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর রূপনগরে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আবদুল মান্নান (৬১) নামের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার একটি মামলা করেছে।

শিশুটির বাবা বলেন, তাঁদের ভাড়া বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন আবদুল মান্নান। শনিবার সন্ধ্যায় তাঁর মেয়েকে ফুসলিয়ে ওই ভবনের ছাদে নিয়ে যৌন নিপীড়ন করেন তিনি। বিষয়টি জানতে পেরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করা হয়। পরে পুলিশ এসে আবদুল মান্নানকে আটক করে।

রূপনগর থানার উপপরিদর্শক ফারুকুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে নিরাপত্তাকর্মী আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।