রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় ইউসুফ সাধু (৪০) নামের এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ বলছে, ছিনতাইকারীরা ওই রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে।
আজ শনিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য রিকশাচালকের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
ইউসুফের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একা বসবাস করতেন। তাঁ স্ত্রী–সন্তানেরা থাকতেন নারায়ণগঞ্জে।
রিকশাচালক ইউসুফের ভাতিজা শাকিল মিয়া বলেন, তাঁর চাচা ব্যাটারিচালিত রিকশা নিয়ে যখন বাসাবো উড়ালসড়কের নিচে অবস্থান করছিলেন, তখন ছিনতাইকারীরা রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর পেটে ছুরিকাঘাত করে। তাঁর চাচার চিৎকারে কয়েকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা রিকশা রেখে পালিয়ে যায়। পরে ভোর পাঁচটার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তখন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনাক্কা খাতুন বলেন, ব্যাটারিচালিত রিকশাচালক খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।