৭ প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালায় র‌্যাব
ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদনে জড়িত থাকায় ৭টি প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে চলে এ অভিযান।

র‌্যাব সদর দপ্তর থেকে রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০–এর সহকারী পরিচালক এনায়েত কবির শোয়েব জানান, বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে অনুমোদনহীন নকল কসমেটিকস, ভেজাল এবং অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে আকিব অ্যান্ড ব্রাদার্সকে ৬ লাখ টাকা, হাজি আবদুল মজিদ স্টোরকে ৫ লাখ, অপরনা ট্রেডিং এজেন্সিকে ৩ লাখ, পারভেজ ফুড প্রোডাক্টকে ২৫ হাজার, হিমেল ফুড প্রোডাক্টকে ২০ হাজার ও তালহা ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুই লাখ টাকার ভেজাল কসমেটিকস জব্দ করা হয়।

এনায়েত কবির আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা নকল কসমেটিকস এবং অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিলেন। এ ধরনের অভিযান চলমান থাকবে।