হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মুনতাসীর মামুন

মুনতাসীর মামুন
মুনতাসীর মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসায় ফিরেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সোমবার টেলিফোনে এ তথ্য জানিয়েছেন মুনতাসীর মামুনের মেয়ে রয়া মুনতাসীর।

অসুস্থতা বোধ করায় মুনতাসীর মামুনকে ৩ মে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৪ মে জানা যায় তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। পরে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। এর আগে কোভিড–১৯ আক্রান্তের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুনতাসীর মামুনের মা ৮৫ বছর বয়সী জাহানারা খান। শুরুতে তাঁর মা রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মুনতাসীর মামুনই তখন তাঁর দেখাশোনা করেন।

রয়া মুনতাসীর প্রথম আলোকে বলেন,'সিএমএইচ এর তত্ত্বাবধানে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে বাবা বাড়ি ফিরেছেন। বাবা এখনো দুর্বল।'রয়া মুনতাসীর বর্তমানে তাঁর শ্বশুরের বাসায় আইসোলেশনে আছেন। তাঁর এক ভাইও আইসোলেশনে আছেন। মুনতাসীর মামুন অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন দায়িত্বপালন করেছিলেন এই দুই ভাইবোন। করোনার উপসর্গ না থাকলেও তাঁরা নিজে থেকেই আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন রয়া মুনতাসীর।

রয়া মুনতাসীর বলেন,' দাদি ও বাবা অসুস্থ হওয়ার পর মা, বাসার সহকারীসহ অন্য সদস্যদের করোনা পরীক্ষা করা হয়।ফলাফল নেগেটিভ এসেছে।'