রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞানের শিক্ষার্থী আমিনুল ইসলাম। তার আগ্রহের বিষয় পদার্থবিজ্ঞান। সম্প্রতি তার শিক্ষাপ্রতিষ্ঠানে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের গ্রেগরিয়ান সায়েন্স ক্লাবের সদস্যদের ক্যাম্পেইন থেকে আমিনুল জানতে পারে বিজ্ঞান উৎসবের কথা। জানতে পারে, উৎসবে এক পর্বে থাকছে পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড। পরে ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে বিস্তারিত তথ্য নিয়ে উৎসবে অংশ নেয় সে।
আমিনুল ইসলামের মতো হাজারো শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান ভাবনা তৈরি করতে আয়োজিত হয়েছে বিজ্ঞান উৎসব। পুরান ঢাকার সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই উৎসব চলছে। ‘বিজ্ঞানমনস্ক মানবজাতি, রুখবে ভবিষ্যৎ অতিমারি' প্রতিপাদ্য সামনে রেখে রাজধানী ঢাকার ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীকে নিয়ে উৎসবের আয়োজন করেছে গ্রেগরিয়ান সায়েন্স ক্লাব।
আজ শনিবার উৎসবের প্রথম পর্বে সাতটি বিষয়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকেরা বলেন, উৎসবে থাকছে বিভিন্ন বিষয়ের অলিম্পিয়াড, দুটি ক্যাটাগরির বিজ্ঞান প্রজেক্ট ডিসপ্লে, বিজ্ঞানভিত্তিক দেয়ালিকা এবং সব শেষে সায়েন্স ফিকশন মুভি প্রদর্শন। এরপর ২৩ জুন বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতা ও ২৫ জুন পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসব শেষ হবে।
উৎসব আয়োজন সম্পর্কে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা সিএসসি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা সিলেবাসমুখী। সিলেবাসের বাইরে তাদের জানার আগ্রহ কম। অভিভাবকেরাও ভালো ফলাফল প্রত্যাশা করে থাকেন। এই বিষয়ে আমাদের কাজ করতে হবে ক্লাস পর্যায়ে। শিক্ষার্থীদের সিলেবাসের বাইরে জানার আগ্রহ তৈরি করতে হবে। আমরা পড়াশোনার পাশাপাশি যত্ন নেওয়ার চেষ্টা করি। বিজ্ঞান ক্লাবসহ অন্যান্য কার্যক্রমে শিক্ষার্থীদের ভিন্ন দক্ষতা অর্জন করানোর চেষ্টা করি, যেন শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি জীবনে বৈচিত্র্য আনতে পারে।’
অধ্যক্ষ আরও বলেন, উৎসবে পুরান ঢাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করা হয়, যেন তাদের মধ্যেও বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে পড়ে। করোনা মহামারি থেকে আমরা বেরিয়ে এসেছি বিজ্ঞানের কারণে। তাই শিক্ষার্থীদেরও সেই বিজ্ঞানের চেতনা জাগ্রত করতে চাই। যেন ভবিষ্যতে আবার মহামারি এলে, তারা বিজ্ঞানের মাধ্যমেই মোকাবিলা করতে পারে, সেই ভাবনা শুরু হয়।’
ক্লাবের মডারেটর সুখন চন্দ্র দে বলেন, ‘উৎসবে প্রায় সাড়ে তিন শ প্রজেক্টের প্রদর্শনী হবে। আমাদের নিয়মিত কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছেন। তারা অর্জন করেছেন সাফল্য। আমরা চাই শিক্ষার্থীরা জীবনকে ভিন্নভাবে দেখুক।’
ক্লাবের সাধারণ সম্পাদক জিবরান খান বলেন, অনলাইনে এবং অফলাইনে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়েছে। পাশাপাশি আমাদের ক্লাবের পক্ষ থেকেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে ক্লাস ক্যাম্পেইন করে আসা হয়েছিল। শিক্ষার্থীরা সরাসরি এসেও রেজিস্ট্রেশন করতে পেরেছে।
বিজ্ঞান উৎসবের পৃষ্ঠপোষকতা করছে তীর এবং সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো।