সড়কে নেমে শিক্ষার্থীদের লাল কার্ড, কাল প্রতিবাদ অন্য রকম

সড়কে অনিয়ম–দুর্নীতির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। রামপুরা ব্রিজ, ঢাকা, ৪ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ

সড়কে দুর্নীতির বিরুদ্ধে রামপুরা ব্রিজে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। নতুন কর্মসূচি অনুযায়ী, শিক্ষার্থীরা কাল রোববার সড়কের অব্যবস্থানার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন।

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে আসেন শিক্ষার্থীরা। সেখানে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি শেষে তাঁরা নতুন কর্মসূচির ঘোষণা দেন।

লাল কার্ড নিয়ে সড়কে শিক্ষার্থীদের প্রতিবাদ

আন্দোলনে নেতৃত্ব দেওয়া সোহাগী সামিয়া বলেন, ‘কাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব। মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যাঁরা সংশ্লিষ্ট, তাঁদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করব। এ ছাড়া আমাদের অভিভাবকসহ সব মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, কালকের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।’

এর আগে দুপুর ১২টার দিকে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ নামের ব্যানারে রামপুরা ব্রিজে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নয় দফা দাবিতে কাল শাহবাগ থেকে প্রতীকী লাশ নিয়ে মিছিল করবে তারা।