মহিলা সমিতির সভায় বক্তারা

স্তন ক্যানসারের লক্ষণ জানা থাকলে প্রতিরোধ করা সম্ভব

স্তন ক্যানসারের লক্ষণ জানা থাকলে রোগটি প্রতিরোধ করা সম্ভব। সঠিক সময়ে রোগ নির্ণয় করা গেলে রোগী অনেক দিন বাঁচতে পারে। বাংলাদেশ মহিলা সমিতি পরিচালিত বিনা মূল্যে স্তন ক্যানসার নির্ণয় কার্যক্রমের আওতায় এ পর্যন্ত প্রায় ছয় হাজার নারী এসেছেন।মহিলা সমিতির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে গতকাল ‘পিংক রিবন ডে’ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা এ তথ্য জানান। সমিতির ক্যানসার সারভাইভার ইউনিট ২০০৩ সালে প্রথম পিংক রিবন ডে পালন করে।সভায় ত্রিশোর্ধ্ব নারীর বছরে একবার স্তন পরীক্ষার (স্ক্রিনিং) ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, স্তন ক্যানসার সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। নারীদের লজ্জা না পেয়ে প্রাথমিক পর্যায়েই পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে হবে। সভায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ইউনিট গঠনের আহ্বান জানান বক্তারা।সমিতির সহসভানেত্রী ও সমিতি পরিচালিত সিতারা আহসানউল্লাহ ব্রেস্ট ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান মাজেদা শওকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্যসচিব হুমায়ুন কবীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি লংচুং, সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বাখত। সভা পরিচালনা করেন সমিতির সদস্য তানিশা বাখত।সভায় জানানো হয়, সমিতির ব্রেস্ট স্ক্রিনিং সেন্টার সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকে। এখানে অভিজ্ঞ চিকিৎসকেরা বিনা মূল্যে সেবা দেন। বিজ্ঞপ্তি।