ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী চাকরিচ্যুত, আরও ৩১ জন কর্মচ্যুত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপকর কর্মকর্তা (চলতি দায়িত্বে) ও করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী মো. সেলিম খানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে সেলিম খানকে চাকরিচ্যুতির তথ্য জানানো হয়। রাত ১০টার দিকে এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মো. সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল-৫-এ উপকর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির দায়ে পরবর্তী সময়ে তাঁকে সচিব দপ্তরে ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয়। এরপর তাঁকে চাকরিচ্যুত করা হলো।

এ ছাড়া করপোরেশনের সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা আরও দুটি আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।