রাজধানীর রায়েরবাজার এলাকায় সন্ত্রাসীর গুলিতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য উজ্জ্বল হোসেন খান (২৮) রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সদস্য। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় হামলাকারী ইব্রাহিম চৌধুরীকে পিস্তল, ইয়াবাসহ আটক করা হয়েছে। পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়েরবাজার পুলিশ ফাঁড়ির পাশে মাদক কেনাবেচা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জ্বল হোসেন নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালান।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসী ইব্রাহিম চৌধুরী গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তবে পুলিশের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এএসআই উজ্জ্বলের হাত ও পিঠে গুলি লাগে।
উপকমিশনার বলেন, একপর্যায়ে সন্ত্রাসী ইব্রাহিম চৌধুরীকে পিস্তল, ২০০ পিচ ইয়াবা বড়িসহ আটক করা হয়। তিনিও আহত হন। পরে দুজনকে পুলিশ হাসপাতালে পাঠায়। ঘটনার পর ইব্রাহিম চৌধুরীর সহযোগীদের গ্রেপ্তার ও মাদক উদ্ধারে পুলিশ আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করছে।