পত্রিকার এজেন্ট ও হকাররা যাতে করোনা সংক্রমণ থেকে নিরাপদ থেকে রাজধানীসহ সারা দেশে পত্রিকা বিলি করতে পারে সে জন্য সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তিন হাজার হ্যান্ড স্যানিটাইজার এবং ২৩ হাজার মাস্ক ও ২৩ হাজার গ্লাভস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নোয়াবের আহ্বানে গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সারা দেশে ২০ হাজার হকার রয়েছেন। এজেন্ট ও হকাররা যাতে নিজে নিরাপদ থেকে সংবাদপত্র গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারে সে জন্য ২৩ হাজার মাস্ক ও ২৩ হাজার গ্লাভস দেওয়া হবে। এ ছাড়া হাত জীবাণুমুক্ত রাখতে ৩ হাজার হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে।
বৈঠকে বলা হয়, করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান, হল, ছাত্রাবাস বন্ধ। শহর এলাকায় অনেক অ্যাপার্টমেন্টগুলোতে ভাইরাসের কারণে পত্রিকা বন্ধ। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা পত্রিকার মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে বলে হকারকে পত্রিকা দিতে নিষেধ করেছেন। কিছু হকার আতঙ্কের কারণে অনুপস্থিত থাকছেন।
ঢাকা ও ঢাকার বাইরের হকার্স সংগঠনগুলোর সঙ্গে কথা বললে, তারা জানায়, পত্রিকা ছাপানো হলে সমিতি তা বিক্রি অব্যাহত রাখবে।
সারা দেশের হকার এজেন্টদের স্বাস্থ্য-সুরক্ষার বিষয়ে নোয়াব বিশেষ দৃষ্টি রাখবে। তাদের নোয়াবের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে। নোয়াবের এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।