লঞ্চে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে রাজধানীর সদরঘাটে এক যাত্রীর পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেক যাত্রীর পা ভেঙে গেছে। লঞ্চ ও পন্টুনের মধ্যবর্তী স্থানে তাঁদের পা চাপা খায়। তাঁরা হলেন পটুয়াখালীর শাহজালাল (৩৭) ও কবির হোসেন।
সদরঘাটের নৌ পুলিশের নিয়ন্ত্রণকক্ষের তথ্যানুযায়ী, সকাল সাড়ে সাতটার দিকে পটুয়াখালীগামী এমভি পূবালী-১২ লঞ্চটি ঘাটে ভিড়লে এতে ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। এ সময় লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে শাহজালালের বাঁ পা হাঁটুর নিচ থেকে প্রায় আলাদা হয়ে যায়। আর কবির হোসেনের ডান পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়।
পরে দুজনকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রাতে আহত দুজনের স্বজনদের বেশ কয়েকবার ফোন করা হলেও কেউ ধরেননি।