রাজধানীর কদমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলী এলাকা থেকে আজ সোমবার রাবেয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়ার বাবার দিকের স্বজনদের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিশ রাবেয়ার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রাবেয়াকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে রাবেয়ার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে ঢামেক থেকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, রাবেয়ার বাড়ি বরিশালের হিজলা উপজেলার কোলচড় গ্রামে। তাঁর বাবার নাম শহিদ সরদার। আর স্বামী খায়রুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি ঢাকার একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করেন। দুই ভাই, এক বোনের মধ্যে রাবেয়া ছিলেন বড়।