রাজধানীতে বাসের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার গুলিস্তান মোড়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সাহিদা সুলতানা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। চিকিৎসকেরা তাঁকে এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আহত শিক্ষার্থীর সহপাঠীরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার জন্য সাহিদা সকাল ১০টার দিকে গুলিস্তান মোড়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ‘দিশারী’ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে আহত হন।
সহপাঠীরা আরও বলেন, খবর পেয়ে সাহিদাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান তাঁরা। সেখান থেকে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁকে এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকেরা। অবস্থা বিবেচনা করে ওই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসার পুরো ব্যয় সংশ্লিষ্ট বাসমালিক ও কোম্পানি বহন করবে।
প্রক্টর আরও বলেন, ঘটনার পর বাসমালিক ও কোম্পানির লোকজন প্রক্টরের দপ্তর এসে দুঃখ প্রকাশ করেছেন। পরবর্তী সময়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।