রাজধানীর কামরাঙ্গীরচরে পিকআপ ভ্যানের চাপায় নূর মোহাম্মদ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে আজ শনিবার শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) রনি চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি গ্যারেজে শিশু নূর মোহাম্মদ খেলছিল। একটি পিকআপ ভ্যান পার্ক করার সময় গাড়ির পেছনের অংশ ও বৈদ্যুতিক খুঁটির মাঝে চাপা পড়ে নূর মোহাম্মদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পিকআপ ভ্যান রেখে চালক পালিয়ে গেছেন।
এসআই বলেন, ঘটনার পর শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ লাশ শিশুটির পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শিশুটির বাবা শফিক হাওলাদার রিকশাচালক।