ছিনতাইয়ের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ডিবির একাধিক টিম গত বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়।
মাহবুব আলম আরও বলেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তাঁরা দলবদ্ধভাবে ঢাকার ব্যস্ততম বাস স্টপেজে অবস্থান করে বিভিন্ন ব্যক্তির পিছু নেন। এরপর যাত্রীবেশে বাসে উঠে ওই ব্যক্তিকে চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে অচেতন করে ফেলেন। পরে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান তাঁরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহমান শুভ, ইয়াছিন আরাফাত জয়, বাবু মিয়া, ফরহাদ, হৃদয় সরকার, আকাশ, জনি খান, রোকন, মেহেদী হাসান ওরফে ইমরান, মনির হোসেন, জুয়েল, জাহাঙ্গীর হোসেন ওরফে মাইকেল, আজিম ওরফে গালকাটা আজিম, শাকিল ওরফে লাদেন, ইমন, রাজীব, রাসেল, মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ, মাসুদ, তাজুল ইসলাম মামুন, সবুজ, জীবন, রিয়াজুল ইসলাম, মুন্না হাওলাদার, শাকিল হাওলাদার, ফেরদৌস ও আবুল কালাম আজাদ।
গ্রেপ্তার ২৭ জনের মধ্যে ২০ জনের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।