যৌন হয়রানির অভিযোগে করা মামলায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রোববার এ অভিযোগপত্র জমা দেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) সালমান রহমান।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের (প্রসিকিউশন) উপপরিদর্শক (এসআই) মকবুলুর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। যৌন হয়রানির অভিযোগ এনে ওই শিক্ষকের বিরুদ্ধে গত বছরের ২৮ ডিসেম্বর রমনা থানায় মামলা করেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। মামলার পরদিন গ্রেপ্তার হন ওই শিক্ষক। আর জামিন পান গত ১৩ জানুয়ারি।
ওই শিক্ষার্থীর অভিযোগ, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাঁকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন; প্রাইভেট পড়ার জন্য তাঁকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন তিনি। তাঁর আরও অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর থেকে শিক্ষক তাঁকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। এতে তাঁর পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।