রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় ২০ শতাংশের বেশি রোগী শনাক্ত হচ্ছে।
দেশে এখন করোনার সংক্রমণ শনাক্তের হার ১৩ শতাংশের কাছাকাছি। এটি গত এক সপ্তাহের গড় সংক্রমণ। তবে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে আসা ব্যক্তিদের মধ্যে করোনা শনাক্তের হার ২০ শতাংশের বেশি।
এই হাসপাতালে গড়ে প্রতিদিন ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত এক সপ্তাহে (১৪-২০ সেপ্টেম্বর) হাসপাতালটি ১ হাজার ৩১২টি নমুনা পরীক্ষা করেছে। পরীক্ষায় প্রতিদিন গড়ে ২০ শতাংশের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে ১৮ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ২৯ শতাংশ।
দেশে ৪ সপ্তাহ ধরে শনাক্তের হার ২০ শতাংশের নিচে এবং প্রতি সপ্তাহে তা নিম্নমুখী। সর্বশেষ গত সপ্তাহে (শনিবার পর্যন্ত) শনাক্তের হার ছিল ১২ শতাংশ। গতকাল মঙ্গলবার শনাক্তের হার ছিল ১০ দশমিক ৯৯ শতাংশ। কিন্তু মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় বেশি রোগী শনাক্ত হওয়ার কারণ কী, জানতে চাইলে হাসপাতালের পরিচালক মো. রওশন আনোয়ার প্রথম আলোকে বলেন, ঝুঁকিপ্রবণ এলাকার মধ্যে মুগদাসহ আশপাশের এলাকা অন্যতম। এ ছাড়া মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম। আরেকটি বিষয় হচ্ছে এই হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে প্রচুর লোক প্রতিদিন আসছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গড়ে প্রতিদিন সাড়ে তিন শতাধিক করোনার নমুনা সংগ্রহ করছে। হাসপাতালটিতে করোনার নমুনা দেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হয়।
হাসপাতালটিতে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার হার গত এক সপ্তাহে ১১ শতাংশের বেশি। এখন পর্যন্ত বিএসএমএমইউ ৫৬ হাজার ৫২৭ জনের করোনার নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ১১ হাজার ৯৭৫ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।
মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশীদ-উন-নবী প্রথম আলোকে বলেন, হাসপাতালে সংগৃহীত নমুনার মধ্যে এখনো ৮ থেকে ১০ শতাংশের করোনা শনাক্ত হচ্ছে।