রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছে থেকে ১টি দেশি পিস্তল, ১টি গুলি ও ৯৪টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
আজ রোববার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ রানা নামের ওই ব্যক্তি মিরপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। একটি মাদক মামলায় তাঁর সাত বছরের জেলও হয়েছে।
র্যাব–৪–এর সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে মাসুদ রানা মিরপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। র্যাব কর্মকর্তা আরও বলেন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ করতে মাসুদ প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন। মানুষকে ভয়ভীতি দেখাতেন। গ্রেপ্তার মাসুদ ২০১৩ সাল থেকে চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।