রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকার ছয়তলা একটি ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ ইয়াসিন তালুকদারও (৩২) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে এ তথ্য জানান।
ইয়াসিন তালুকদারের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে এমবিএ করছিলেন। এর পাশাপাশি তিনি চাকরির জন্য চেষ্টা করছিলেন।
গত শুক্রবার রাত সাড়ে নয়টায় পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ভবনের তিনতলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইয়াসিন তালুকদার ও জিতু হাসান (২৮) দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরদিন শনিবার জিতু হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জিতু হাসানও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে এমবিএ করছিলেন। তাঁর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
পুলিশ জানায়, গ্যাসলাইন লিকেজ হওয়ায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছিল। সিগারেট ধরাতে গিয়ে এ বিস্ফোরণ ঘটে। আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকজন।