ভারত থেকে বিশেষ দুটি ফ্লাইটে ২৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কলকাতা থেকে ৭৩ জন ও ইউএস–বাংলা এয়ারলাইনসে চেন্নাই থেকে ১৬৪ জন ঢাকায় আসেন।
বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে কলকাতা থেকে বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে চেন্নাই থেকে ইউএস–বাংলার ফ্লাইটটি ঢাকায় পৌঁছায় বেলা তিনটার দিকে।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ বলেন, ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য সনদ ছিল। তাই তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।