বুটেক্সের দেয়ালে গ্রাফিতি

রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর দেয়ালে শোভা পাচ্ছে বর্ণিল সব দেয়ালচিত্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গ্রাফিতিগুলো এঁকেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শুরু করে ফেসবুক আসক্তির বিষয়—দেয়ালচিত্রগুলোতে উঠে এসেছে। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির চিত্রও দেয়ালগুলোতে উঁকি দিয়েছে। দেয়ালচিত্রের ছবিগুলো আজ শুক্রবারের।
‘সুই-সুতায় বাংলাদেশ’ শিরোনামের একটি দেয়ালচিত্র।
‘সুই-সুতায় বাংলাদেশ’ শিরোনামের একটি দেয়ালচিত্র।
পিংক ফ্লয়েড রক ব্যান্ডের বিখ্যাত গান, ‘উইশ ইউ ওয়্যার হিয়ার’।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রতীকী উপস্থাপন।
স্মৃতিতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।
ধাবমান ফ্যাশনের মধ্যে নিজের ঐতিহ্যকে ধরে রাখার বিষয়টি উঠে এসেছে।
জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বস্ত্রের প্রয়োজনীয়তার চিত্র দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে।
দেয়ালচিত্রের শিরোনাম ‘অয়োময়’।
দেয়ালচিত্রে মুক্তিযুদ্ধের চিত্র।
জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রভাব।