বাড্ডায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার একটি আবাসিক ভবনে রান্নার চুলার গ্যাস থেকে আগুন ধরে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড্ডার সাতারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন আবু সাঈদ (৩৮), রেখা (২৯), সাফা (৯) ও সাফিয়ান (৭)। তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ চারজন একই পরিবারের সদস্য। চারজনই চিকিৎসাধীন।

দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন আবু সাঈদের শ্যালক সজীব আহমেদ। তিনি বলেন, রান্নাঘরে কোনোভাবে হয়তো চুলার গ্যাস লিকেজ (ফুটো) হয়েছিল। চুলার স্বয়ংক্রিয় সুইচ দিতেই ঘরে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, দগ্ধ আবু সাঈদের শরীরের ৯৫ শতাংশই পুড়ে গেছে। রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

আইউব হোসেন আরও বলেন, দগ্ধ চারজনের মধ্যে আবু সাঈদের অবস্থা আশঙ্কাজনক।