নবকুমার ইনস্টিটিউশন

বন্ধেও ডেকে আনা হয় অভিভাবকদের

নবকুমার ইনস্টিটিউট
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাজধানীর নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ্‌ কলেজ কর্তৃপক্ষ আজ সোমবার অনেক অভিভাবককে প্রতিষ্ঠানে ডেকে আনেন। করোনার সংক্রমণের এমন পরিস্থিতিতে এভাবে জড়ো করায় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুল মান্নান ভূঁইয়া বলেন, অনলাইনে নেওয়া সন্তানদের পরীক্ষার ফল জানাতে স্বাস্থ্যবিধি মেনে কেবল অভিভাবকদের আসতে বলা হয়েছিল। একই সঙ্গে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিবর্তী নির্দেশনা দেওয়া হয়। তবে সবাইকে মাস্ক পরার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়। অভিভাবকেরা বলেছেন, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সম্প্রতি অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু সেই ফল জানানোর জন্য আজ অভিভাবকদের ডেকে আনা হয়। অথচ অনলাইনেই এ তথ্য জানানো যেত।