বই নিয়ে আলোচনা

বঙ্গবন্ধুর আদর্শেই দেশ এগিয়ে যাচ্ছে

“জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি: নেতা মোদের শেখ মুজিব” গ্রন্থ নিয়ে আলোচনা সভায় বক্তারা। কৃষিবিদ ইনিস্টিটিউশন, ঢাকা, ২৭ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার

একটি জাতিকে এগিয়ে যেতে হলে অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্র, ন্যায় ও সমতার ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হয়। এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। তাঁর আদর্শের ওপর ভিত্তি করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার সন্ধ্যায় “জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি: নেতা মোদের শেখ মুজিব” গ্রন্থ নিয়ে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গ্রন্থটির সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণাধর্মী প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচিত বইটি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এখনকার প্রজন্মের অনেকেই বঙ্গবন্ধুকে জানে না। দুঃখজনক হলেও সত্য, এই প্রজন্মের অনেকেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়েনি। অথচ সেটি সবার পড়া উচিত। তিনি বলেন, যাঁরা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়বেন, তাঁদের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি সম্মান ও ভালোবাসা জন্মাবে।

আলোচনা সভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। কৃষিবিদ ইনিস্টিটিউশন, ঢাকা, ২৭ ডিসেম্বর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন। তাই এই বই (জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি: নেতা মোদের শেখ মুজিব) সবার কাছে পৌঁছে দিতে চাই। আওয়ামী লীগের সকল নেতা-কর্মী, সাংসদ ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে বইটি পৌঁছানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, এই বই বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্য দলিল। যাঁরা রাজনীতি করতে চান, তাঁদের বইটি অবশ্যই পড়া উচিত। বঙ্গবন্ধু কীভাবে নেতা হয়ে উঠেছিলেন, কীভাবে নেতৃত্ব দিতে হয়, তা শেখার জন্য হলেও বইটি পড়তে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ এখন রেসের ঘোড়া। এ দেশ একের পর এক বাজি জিতে যাচ্ছে। এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। তিনি বলেন, ‘আমাদের নিয়ে অনেক অপপ্রচার হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। এখন দর্শক হয়ে দাঁড়িয়ে থেকে ষড়যন্ত্র দেখে যাওয়ার সময় নেই। সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

 আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা, ২৭ ডিসেম্বর

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি: নেতা মোদের শেখ মুজিব গ্রন্থের সম্পাদনা পর্ষদের সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, গবেষক নামজুল হোসেন প্রমুখ।