ফাঁকা সড়ক, লোকজনের আনাগোনাও কম

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সেনাবাহিনী মোতায়েন করা হয়। রাজধানীর শাহবাগ এলাকায়।
ছবি: তানভীর আহাম্মেদ

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন ঢাকার মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণিসহ ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে।  শুক্রবার ছুটির দিন এবং টানা বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের চাপ যেমন কম ছিল, তেমনি লোকজনের আনাগোনাও তেমন ছিল না।  ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন চেকপোস্টে অলস সময় কাটাতে দেখা গেছে। রাজধানীর জাহাঙ্গীর গেট চেকপোস্টে দুপুর ২টা পর্যন্ত মামলা দেওয়া হয়েছে একজনকে। সরকারি আদেশ অমান্য করায় মোটরসাইকেলের এক আরোহীকে এই মামলা দেওয়া হয়। জাহাঙ্গীর গেটের অদূরে হেলিপ্যাড চেকপোস্টে গিয়েও দেখা গেছে, পুলিশ সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।

সেখানে বেলা দেড়টা পর্যন্ত দুজন মোটরসাইকেল আরোহীকে সরকারি আদেশ অমান্য করায় মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্থান এলাকার চিত্র ।

হেলিপ্যাড চেকপোস্টে দায়িত্ব পালনকারী ট্রাফিকের সার্জেন্ট আশ্রাফ উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘লকডাউন, বৃষ্টি এবং ছুটির দিন হওয়ার কারণে আজ লোকজন তেমন বের হননি। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত লোকজনের আনাগোনা ছিল না বললেই চলে। তবে বৃষ্টি কমার পর গাড়ির চাপ অল্প বেড়েছে। বেলা দেড়টা পর্যন্ত ৩০ থেকে ৩৫ জনকে আমরা বাসা থেকে বের হওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছি। অধিকাংশই যৌক্তিক কারণ দেখাতে পেরেছেন। তবে দুজন অফিসে যাচ্ছেন বলে দাবি করলেও এ-সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি। এ কারণে সরকারি আদেশ অমান্য করার অভিযোগে মামলা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যাঁদের জিজ্ঞাসাবাদ করেছি তাঁরা কেউ বলেছেন, বিমানবন্দরে যাচ্ছেন, কেউ কেউ বলেছেন নিজে অসুস্থ অথবা পরিবারের কোনো সদস্য হাসপাতালে ভর্তি। অনেকেই বলেছেন, অফিস যাচ্ছেন। তাঁদের উত্তর সন্তোষজনক হওয়ার কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকার চিত্র ।

এদিকে জাহাঙ্গীর গেট এলাকার চেকপোস্টে বেলা পৌনে ২টা থেকে সোয়া ২টা পর্যন্ত আধা ঘণ্টায় কাউকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়নি। তবে এই সময় যানবাহনের চাপ খুব কম ছিল। সেখানে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, ‘আজ মানুষ ঘর থেকে কম বের হয়েছে। এ কারণে তাঁরাও অলস সময় পার করেছেন।’

জাহাঙ্গীর গেট এলাকায় দায়িত্ব পালনকারী সার্জেন্ট রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, চেকপোস্টে আজ একজনকে মামলা দেওয়া হয়েছে। আর তিনি চেকপোস্টে দায়িত্ব পালন করছেন না। তিনি পুরো এলাকায় নজর রাখছেন। তিনি আজ কোনো মামলাই দেননি।

একজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ

এদিকে গতকাল লকডাউনের প্রথম দিন রাজধানীর মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলের তিব্বত মোড়ে দুটি চেকপোস্ট থাকলেও আজ কোনো চেকপোস্ট চোখে পড়েনি। সাত রাস্তা, এফডিসি মোড়, বিজয় সরণি এলাকাতে ট্রাফিক পুলিশের সদস্যদের অবস্থান দেখা গেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে বিজয় সরণি সিগন্যালে একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তিনি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আজকে একবারেই চাপ নেই। এ কারণে পালা করে বিশ্রাম নিয়ে দায়িত্ব পালন করছি।