গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘রোগীর চাপে হিমশিম মিটফোর্ড হাসপাতাল’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যাখ্যায় বলা হয়, ভর্তি হওয়া রোগীদের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে অপারেশন থিয়েটার আছে ১০টি এবং সেখানে গড়ে ৬০টি অস্ত্রোপচার হচ্ছে।
কিন্তু প্রকাশিত খবরে বলা হয়েছিল, অপারেশন থিয়েটার আছে একটি, সেখানে ছয়টি অপারেশন হয়।
প্রতিবেদকের বক্তব্য: মিটফোর্ড হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে নিয়মিত অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারের সংখ্যা একটি।
সমস্যার ব্যাপকতা বোঝাতেশুধু একটি বিভাগের উদাহরণ দেওয়া হয়েছে। বিভাগওয়ারি আলাদা আলাদা অপারেশন
থিয়েটার বা রোগীর হিসাব দেওয়া হয়নি। যে কারণে প্রকাশিত খবরে শুধু একটি বিভাগের কথা বলা হয়েছিল।