ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদ (আল মামুন) করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৪ জুন তাঁর কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। তার আগে থেকেই কোভিড-১৯ আক্রান্তের উপসর্গ থাকায় তিনি আলাদা ছিলেন।
দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া ও ত্রাণ বিতরণ দলে কাজ করেছেন তিনি। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে তিনি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে অংশ নেন।
আল-মামুন বলেন, তিনি নিজ বাসায় আলাদা রয়েছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। সুস্থতার জন্য সবার দোয়া চান এই তরুণ কর্মকর্তা।