ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নির্মাণাধীন একটি ভবনের কার্নিশ ধসে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নির্মানাধীন ভবনটি ১০ তলা।
ধানমন্ডি থানা ও ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। নিহত তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের একজনের নাম শফিকুল ও অপরজনের নাম ইনসান। দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, নির্মাণাধীন ভবনটির কার্নিশ ধসে এই দুর্ঘটনা ঘটে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের একজন উপ-পরিচালক প্রথম আলোকে বলেছেন, ২০০৬ সালের বিল্ডিং কোড না মেনে তাঁরা বাঁশের মাচা তৈরি করে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী একজন জানান, প্রথমে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর তাঁদের দুজনকে মৃত ঘোষণা করা হয়।