কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গত ১৩ বছরে দেশে কোনো খাদ্যসংকট হয়নি। এমনকি করোনা এবং সাম্প্রতিক যুদ্ধের কারণে খাদ্যসংকট ও দুর্ভিক্ষের আশঙ্কার মধে৵ও দেশে খাদ্যসংকট হয়নি। দেশে খাবারের কোনো কষ্ট নেই।
আজ শুক্রবার বিকেলে ঢাকায় একটি হোটেলে লায়ন্স ক্লাব বাংলাদেশের ২৯তম বার্ষিক কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িকতাকে কখনো লালন করেনি। সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে রাজনীতি করে না। অপরদিকে বিএনপি সব সময় সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে রাজনীতি করে এবং ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করে।
কৃষিমন্ত্রী পরে সন্ধ্যায় ঢাকার নারিন্দায় শ্রীশ্রী মাধব গৌড়ীয় মঠের শতবর্ষ উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, মঠের সভাপতি গিরিধারী লালমোদি প্রমুখ বক্তব্য দেন। এ সময় সারা দেশ থেকে আগত মঠের অগণিত ভক্ত উপস্থিত ছিলেন।