দেশের প্রাপ্তবয়স্ক ১৭ শতাংশের মানসিক রোগ

দেশে ১৮ বছরের বেশি বয়সী মানুষের ১৭ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এসব ব্যক্তির ৯২ শতাংশ চিকিৎসা নেয় না। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯–এ এই তথ্য পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই তথ্য প্রকাশ করা হয়। জরিপে দেখা গেছে, ৭ থেকে ১৭ বছর বয়সী ১৪ শতাংশ কিশোর–কিশোরীর মানসিক স্বাস্থ্য সমস্যা আছে। মানসিক স্বাস্থ্য সমস্যা থাকা এসব কিশোর-কিশোরীর ৯৫ শতাংশ কোনো চিকিৎসা নেয় না।

এর আগে ২০০৩ থেকে ২০০৫ সালে একটি জরিপ হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানসিক স্বাস্থ্য সমস্যা আগের চেয়ে বেড়েছে।