দুই মাদ্রাসায় এতিম শিশুসহ ১,৩০০ শিক্ষার্থীর জন্য প্রথম আলোর ইফতার

প্রথম আলোর উদ্যোগে তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় ইফতার ও রাতের খাবার দেওয়া হয়। ইফতারের আগে করা হয় মোনাজাত
ছবি: খালেদ সরকার

রাজধানীর দুটি মাদ্রাসায় আজ রোববার এতিম শিশুসহ ১ হাজার ৩০০ শিক্ষার্থীর জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে প্রথম আলো।

কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসা এবং তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় এ আয়োজন করা হয়।

ইফতারের আগে প্রথম আলোর প্রশাসন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে দুটি এতিমখানার শিশুদের হাতে খাবার তুলে দেন। খাবার হিসেবে ছিল খেজুর, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, আপেল ও ফ্রুট ড্রিংকস। সঙ্গে রাতের খাবার হিসেবে দেওয়া হয় কাচ্চি বিরিয়ানি।

ইফতারের আগে দুটি এতিমখানাতেই মোনাজাত অনুষ্ঠিত হয়। জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় মোনাজাত পরিচালনা করেন এতিমখানার সুপারভাইজার মাওলানা মো. নুরুল হক শেখ। মোনাজাতে মহান আল্লাহর রহমত চেয়ে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও প্রথম আলোর সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।

প্রথম আলোর উদ্যোগে তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় ইফতার ও রাতের খাবার দেওয়া হয়। ইফতারের আগে করা হয় মোনাজাত

২০১১ সাল থেকে প্রথম আলো প্রতিবছর পবিত্র রমজান মাসে এতিম শিশুদের মধ্যে ইফতারি ও খাবার বিতরণ করছে। আজ কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় প্রতিষ্ঠানটির ২৪০ শিক্ষার্থীকে ইফতার ও রাতের খাবার দেওয়া হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়ায় উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, হেড অব সিকিউরিটি মেজর (অব.) সাজ্জাদুল কবির, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এ বি এম খায়রুল কবির।

একই সময় তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারে অবস্থিত রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় ১ হাজার ৬০ শিক্ষার্থীকে ইফতার ও রাতের খাবার দেওয়া হয়। মিশনের অধীন পরিচালিত মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক ও মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও রেক্টর (মহিলা মাদ্রাসা) মাওলানা মো. তাজুল আলম, মিশনের তত্ত্বাবধায়ক মাওলানা নজরুল ইসলাম ও মাদরাসা-ই-হেফজুল কোরআনের শিক্ষক হাফেজ মাওলানা জমসেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ (বালক মাদ্রাসা) মাওলানা মোস্তফা কামাল, উপাধ্যক্ষ (মহিলা মাদ্রাসা) মাওলানা নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় প্রথম আলোর উদ্যোগে ইফতার ও রাতের খাবার দেওয়া হয়

অনুষ্ঠানে মাওলানা মো. তাজুল আলম বলেন, ‘অনেক বছর ধরে এখানে ইফতারি ও খাবার দিচ্ছে প্রথম আলো। প্রথম আলো পত্রিকা এখানে পড়া হয়। প্রথম আলোর এই উদ্যোগকে আল্লাহ আরও বেশি বেশি কবুল করুন।’

ইফতারের আগে বিশেষ মোনাজাত করেন তাজুল আলম। মোনাজাতে দেশ-জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা, করোনাভাইরাসসহ সব ধরনের মহামারি থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। কামনা করা হয় প্রথম আলোর কল্যাণ ও উন্নতিও।

কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় প্রথম আলোর উদ্যোগে ইফতার ও রাতের খাবার দেওয়া হয়

এ সময় প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি শিক্ষার্থীদের হাতে ইফতারি ও খাবার তুলে দেন। সঙ্গে ছিলেন প্রথম আলোর মানবসম্পদ বিভাগের প্রধান শামীম খান, নির্বাহী ইশরাত জাহান, হিসাব বিভাগের উপব্যবস্থাপক মো. এজাজুল হকসহ প্রশাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।