আরটি-ল্যাম্প টেস্ট কিট ব্যবহার করে মাত্র ৪০ মিনিটেই করোনাভাইরাস (সার্স কোভ-২) শনাক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে (ল্যাবে)৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, এই পদ্ধতি ব্যবহার করা হলে আরও দ্রুত করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করা যাবে৷
আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে একদল গবেষকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে৷
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরটি-ল্যাম্প টেস্ট কিটের (র্যাপিড কলোরাইমট্রিক টেস্ট) মাধ্যমে করোনাভাইরাস (সার্স কোভ-২ আরএনএ ভাইরাস) সফলভাবে শনাক্ত হয়েছে৷ শনাক্তকরণ প্রক্রিয়াটি একটি সাধারণ ইনকিউবেটর বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মাত্র ৩০-৪০ মিনিটে সম্পন্ন করা সম্ভব হয়েছে৷ পরীক্ষায় ভাইরাসটির পজিটিভ নমুনার ক্ষেত্রে হলুদ এবং নেগেটিভ নমুনার ক্ষেত্রে গোলাপি রঙ প্রদর্শন করে৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আরটি-ল্যাম্প টেস্ট কিটটি আমেরিকান মলিকিউলার বায়োলজি রিএজেন্ট এবং কিট উৎপাদনকারী প্রতিষ্ঠান 'নিউ ইংল্যান্ড বায়োল্যাবস দ্বারা উৎপাদিত এবং বাংলাদশের 'বায়োটেক কনসার্ন' এর একমাত্র পরিবেশক৷
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ এবং 'বায়োটেক কনসার্ন' ইতিমধ্যে যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই পরীক্ষার কার্যকারিতা পরীক্ষার জন্য আবেদন করেছে৷ পরে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতির জন্য আবেদন করা হবে৷